বাংলার বীভৎসতম হত্যা! টিকিট কেটে ১৮৭৩ সালের পরকীয়া মামলার শুনানি দেখেছিল মানুষ

Elokeshi Murder Case: সেই সময় টিকিটের দাম রাখা হয়েছিল ৩ টাকা! মানুষ সিনেমা, খেলা, নাটক ইত্যাদি দেখার জন্য টিকিট কাটেন। কিন্তু সেবার আদালতের শুনানি দেখার জন্য টিকিট কেটেছিল মানুষ

১৮৭০-এর দশক, হুগলি সেশন’স কোর্টের বাইরে থিক থিক করছে ভিড়। দারোয়ান সবার টিকিট দেখে ভেতরে ঢোকাচ্ছে। ভিড়ের কারণে বারবার ব্যাহত হচ্ছে কেসের শুনানি, বাধ্য হয়ে টিকিটের ব্যবস্থা করতে হয় সরকারকে। সেই সময় টিকিটের দাম রাখা হয়েছিল ৩ টাকা! মানুষ সিনেমা, খেলা, নাটক ইত্যাদি দেখার জন্য টিকিট কাটেন। কিন্তু জীবনে শুনেছেন, আদালতের শুনানি দেখার জন্য টিকিট কাটছে মানুষ? ভারতের ইতিহাসে এরকম ঘটনা এইই প্রথম, এইই শেষ। কিন্তু তা সত্ত্বেও যখন ভিড় নিয়ন্ত্রণ করা গেল না, সরকারের তরফে জানানো হল একমাত্র যারা ইংরেজি বলতে পারেন তারাই ঢুকতে পারবেন আদালতে। কী এমন কেসের শুনানি চলছিল যা দেখতে টিকিট পর্যন্ত কাটতে রাজি ছিল মানুষ! একটি খুনের মামলার শুনানি, স্বামী পরকীয়া সন্দেহে বঁটি দিয়ে স্ত্রীর গলা কেটে দিয়েছে। কিন্তু স্বামী নিজে মুখে দোষ স্বীকার করলেও তাকে বেকসুর খালাস করতে বাধ্য হল সরকার! কী এমন ঘটেছিল ঘটনাটি? ঘটনাটি শুরু করার আগে এর প্রেক্ষাপট জানা দরকার। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের পর বাংলার ক্ষমতা দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর তিন বছর পর অর্থাৎ ১৭৬০ সালে বাংলার নবাব…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles