WBCS ভূগোল: পাশের রাজ্য থেকে প্রতিবেশী দেশ, যে তথ্য জানতেই হবে

WBCS Geography General Paper Part 2 : এই প্রসঙ্গেই ভারতের প্রতিবেশী দেশ ও অভ্যন্তরীণ রাজ্য সম্পর্কে বেশ কিছু তথ্য আলোচনা করা হল।

প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার একমাত্র ও প্রধান কৌশল যে কূটনীতি ভারতবর্ষ তা বারবার বিভিন্ন সমঝোতার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। কখনো ডোকলাম বিতর্ক , কখনো ছিটমহল, কখনো বা আবার স্যার ক্রিক সমস্যা। তবে এগুলো আসলে কী? কীভাবে এসবের মধ্যেও নিজের জায়গায় অবিচল থেকেছে ভারত ? একজন কূটনীতিবিদের কাছে এগুলো যখন সমস্যা, ঠিক একই সময় আগামী দিনেরএকজন আধিকারিকের কাছে এসব ভূগোলের বিষয় বিশ্লেষণ। সেই প্রসঙ্গেই ভারতের প্রতিবেশী দেশ ও অভ্যন্তরীণ রাজ্য সম্পর্কে বেশ কিছু তথ্য আলোচনা করা হল। এই অধ্যায় থেকে প্রথমেই দেখে নেওয়া যাক ভারতের প্রতিবেশী দেশসমূহের কথা :- ১. ভারতের উত্তরেই রয়েছে চীন, নেপাল, ভুটান এই তিনটি দেশ। ২. পশ্চিমে পাকিস্তান, উত্তর-পশ্চিমে আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ ও মায়ানমার , দক্ষিণ শ্রীলঙ্কা এবং মালাবার উপকূলের কাছে লাক্ষা দ্বীপপুঞ্জের দক্ষিণে রয়েছে মালদ্বীপ। ৩. ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র চিন এবং সর্বাপেক্ষা ছোট প্রতিবেশী রাষ্ট্র ভুটান। তিন বিঘা করিডোর কী? বাংলাদেশের দহগ্রাম , আংরা পাতা অঞ্চল তিন দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত। এই কারণে এই এলাকা থেকে নিকটবর্তী ওই দেশেরই পানাবাড়ি মৌজায়…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles