জ্বলছে সারা বাংলা! কবে বৃষ্টি, সুসংবাদ জানিয়ে দিল আবহাওয়া দফতর

Kolkata Heat Wave: এপ্রিলের শেষ থেকে ৭ মে অবধি রাজ্যে কোনওরকম বৃষ্টির সম্ভাবনাই নেই। তবে আগামী ৫ দিনে তাপমাত্রাও যে বিশাল হাইজাম্প দেবে, তেমন আশঙ্কাও নেই।

কলকাতার তাপমাত্রা ৪০ ছাড়িয়ে গিয়েছে বেশ কিছুদিন হলো। সারা রাজ্যের বিবিধ অংশে প্রতিবছরই এই গ্রীষ্মে ৪০-এর ঢের বেশি তাপমাত্রা থাকে। কিন্তু কলকাতার ৪০ ডিগ্রি এবং ঘাম সবটা মিলে পরিস্থিতি লাগামছাড়া হয়ে যাচ্ছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। চরম তাপপ্রবাহ চলেছে শহর কলকাতা জুড়ে। চলতি এপ্রিলে এই নিয়ে চতুর্থ দফার তাপ্রবাহ চলল বঙ্গে। যা অতীতে এপ্রিল মাসে কোনওদিন ঘটেনি।

১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক তিন দফায় তাপপ্রবাহ চলছে। ২০২৪ সালের ২৮ এপ্রিল অবধি মোট ৯ দিনের তাপপ্রবাহ চলেছে বঙ্গে। ২০০৯ সালে এপ্রিলে ২ দফায় তাপপ্রবাহ ঘটেছিল। ৪ দিন করে মোট ৮ দিন। ২০২৪ সালে সেই রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ।

এই অভাবনীয় কষ্টকর পরিস্থিতির কোনও বদলের খবর দিতে পারছে না আবহাওয়া দফতর। প্রচণ্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায়। প্রতিদিন সন্ধের পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে কিন্তু তা বেশ দুর্বল। এপ্রিলের শেষ থেকে ৭ মে অবধি রাজ্যে কোনওরকম বৃষ্টির সম্ভাবনাই নেই। তবে আগামী ৫ দিনে তাপমাত্রাও যে বিশাল হাইজাম্প দেবে, তেমন আশঙ্কাও নেই। অর্থাৎ তাপপ্রবাহ থাকলেও তাপমাত্রা আর বাড়বে না, কমবেও না।

আরও পড়ুন- আবহাওয়ার খামখেয়ালিপনা, অন্ধকারে ভারতে কাজুবাদাম চাষের ভবিষ্যৎ

৩০ এপ্রিল, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং আর জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা আছে। ১ মে এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারও। তবে জেলা জুড়ে নয়, বৃষ্টি হবে বিক্ষিপ্ত এবং অল্পক্ষণই। বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়াও পূর্বাভাস আছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে। পশ্চিমাঞ্চলের বাকি সব জেলায় মাঝারি তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাই। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধের পর হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তি নেই। উত্তরে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি হলেও আপাতত খাতায় কলমে তাপপ্রবাহ নেই। দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে।

৫ মে থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণে। লু-এর দাপট তাতে খানিকটা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে এই গোটা সপ্তাহে তাপজনিত অসুস্থতা বাড়ার আশঙ্কাও রয়েছে ব্যাপক। বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে অবধি বাড়ির বাইরে যথাসম্ভব না বেরনোর আর্জি জানিয়েছে হাওয়া অফিস।

More Articles