শহুরে পরিবেশবিদের ডায়েরি : অরিন্দম রায়

Shohure Poribeshbider Diary: উইপোকার ঢিপি এমন একটি স্থাপত্য শৈলীর উদাহরণ যেখানে ঢিপির মধ্যেকার তাপমাত্রা এবং আর্দ্রতা বাইরের খুব গরম বা ঠান্ডার সময়ও একইরকম থাকে।

শহুরে পরিবেশবিদের ধ্যান ধারণা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অনেকটাই পাল্টে গেছে। শুধু পাল্টে গেছে বলা ভুল, ক্রমাগত পাল্টাচ্ছে। এর মূল কারণ তিন রকম; প্রথমটা অবশ্যই কোভিড মহামারির প্রকোপ যা আমাদের প্রচলিত অনেক ধারণাকেই সরাসরি প্রশ্নের সম্মুখীন করেছে। যেমন ধরা যাক, আত্মনির্ভরতার প্রসঙ্গে যদি আমরা ভাবি, তাহলে দেখব শহরগুলি কিন্তু মানুষের দৈনন্দিন চাহিদার খুব কম অংশই পূরণ করতে সক্ষম। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শহরগুলির মানুষ খাদ্যশস্য থেকে শুরু করে সবজি বা জামাকাপড় থেকে শুরু করে বাথরুম পরিষ্কারের রাসায়নিক সব কিছুর জন্যই শহরের বাইরের গ্রাম বা মফস্বলের উপর নির্ভরশীল। কোভিডের সময়কার লকডাউন আমাদের একটা বিষয় বুঝিয়েছে যে, কোনও অঞ্চলের যতটা সম্ভব স্বনির্ভর হওয়ার দরকার, এতে স্থানীয় অর্থনীতি যেমন উন্নত হবে, তেমনই বাড়বে কাজের সুযোগ এবং অদূর ভবিষ্যতে আবার এই ধরনের লকডাউন হলে শহরগুলি অপেক্ষাকৃত কম বিপদের মুখে পড়বে। প্রসঙ্গত বলে রাখা জরুরি, বিজ্ঞানীরা কিন্তু এইরকম বিপর্যয়ের সম্ভাবনা ভবিষ্যতে উড়িয়ে দিচ্ছেন না। দ্বিতীয় এবং তৃতীয় ধারণা যা পাল্টাচ্ছে, সেগুলি অবশ্য কোভিডের মতো সাম্প্রতিক না, তাদের প্রভাব কিন্তু গত শতাব্দী থেকেই আছে; দ্রুত নগরায়ন এবং জলবায়ু…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles